কিভাবে যেকোন লোগো ডিজাইন করবেন ও থাম্বেবেইল তৈরি করবেন ?
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন । সবাই কে আসসালামুয়ালাইকুম । আমার ওয়েবসাইট এ আসার জন্য অনেক ধন্যবাদ । আজকে আমি আপনাদের সাথে ৩ টি লোগো ডিজাইন বা থাম্ববেইল তৈরি করার সবথেকে ভালো পিকচার ইডিটোর এ্যাপ এর নাম বলবো । এই এপ্লিকেশন গুলো দিয়ে আপনারা খুব সহজেই একটি লোগো ডিজাইন করতে পারবেন ।
ওয়েবসাইটে লোগো কেনো প্রয়োজন ?
আমাদের ওয়েবসাইট কে সুন্দর করে একটি অসাধারণ লুক দিতে সাহায্য করে । এতে আমাদের ওয়েবসাইটি অনেক প্রিমিয়াম লাগে এবং ওয়েবসাইট এর ভিজিটর বেশি আসে । এছাড়া আপনি একটি ইউনিক আর্টিকেলে অসাধারণ একটি থাম্ববেইল তৈরি করতে পারবেন। ।
ইউটিউব চ্যানেলে লোগো ও থাম্বনেইল কেন প্রয়োজনীয় ?
একটি ইউটিউব চ্যানেল এ আসল জিনিসটা হলো একটি ভিডিও এর থাম্ববেইল । কারণ আপনার ভিডিওটির থাম্ববেইল টি খারাপ হলে আপনি বেশি ভিউয়ার পারেন না । আর যদি আপনার থাম্ববেইলটি ভালো হয় তবে অনেক ভিউয়ার পারেন । আর ইউটিউব চ্যানেলকে সুন্দর করতে চাইলে একটি অসাধারণ লোগো ডিজাইন করতে হবে ।
নিচে সবথেকে ভালো লোগো, থাম্ববেইল, ও পিকচার ইডিটোর এপ্লিকেশন এর নাম দেওয়া হলো:
১. InCollege
আমার সবচেয়ে পছন্দের একটি অসাধারণ পিকচার ইডিটোর এপ্লিকেশন । এই অ্যাপ টি দিয়ে আমি বেশিরভাগ কাজই করি । এই অ্যাপ টি দিয়ে লোগো ডিজাইন করতে পারবেন , বিভিন্ন রকমের পিকচার দিয়ে থাম্ববেইল বানায়তে পারবেন । আরও অনেক কিছু বানায় তে পারবেন । এই অ্যাপ টি গুগল প্রেলে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ।
২. PixelLab - text on picture
এই এপ্লিকেশন টিও অসাধারণ একটি থাম্ববেইল ও লোগো ডিজাইন করা আ্যপ । এই অ্যাপ টি দিয়ে আপনারা 3D text অনেক সহজেই বানায়তে পারবেন ও অনেক কিছুই করতে পারবেন । এই এপ্লিকেশন টি ডাউনলোড করতে Google play store মান ।
৩. PicsArt - photo editor
এই এপ্লিকেশন টি ১০ মিলিয়ন এর বেশি ডাউনললোড হয়েছে । তাহলে তো বুঝতেই পারছেন এই এপ্লিকেশন টি কত ভালো । এই এপ্লিকেশন টি ব্যবহার করে লোগো ও ৩. থাম্ববেইল অনেক সহজেই বানায়তে পারবেন । এটি play store থেকে ডাউনলোড করতে পারবেন |
আজকে এই পর্যন্তই । কোন সাহায্য লাগলে কমেন্ট করবেন । পোস্টট শেয়ার করবেন প্লিজ ।






0 Comments
Please read our Comment Policy before commenting.